Surprise Me!

How to apply for passport in Bangladesh online | পাসপোর্ট কিভাবে করবেন?

2019-11-28 5 Dailymotion

১। মেশিন রিডেবল পাসপোর্ট করতে প্রত্যেককে স্বশরীরে হাজির হয়ে ফরম গ্রহন,ফরম পূরণ, স্বহস্তে জমাদান, অতপর মেশিন রিডেবল রুমের ডিজিটাল ক্যামেরাতে ছবি এবং ফিঙ্গার প্রিন্ট মেশিনে হাতের ছাপ দিতে হবে । উল্লেখ্য ফরম জমাদানকালে জমাদানকারীকে অবশ্যই ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি/জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি ও চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদ সত্যায়িত ফটোকপি সহ ফরমের সাথে জমা দিতে হবে। <br />২। পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে/পুলিশ প্রতিবেদন প্রয়োজন না হলে সরকারী কোষাগারে ৩০০০ টাকা জমাদানকারী গ্রাহকদের ১৫ কর্মদিবসের মধ্যে এবং ৬০০০ টাকা জমাদানকারী গ্রাহকদের ৭ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট প্রদান নিশ্চিত করা হয়।<br />৩।কোন গ্রাহকের বিশেষ কোন জরুরী প্রয়োজনে যেমন চিকিৎসা, জরুরী অফিসিয়াল কর্তব্য ইত্যাদি কারণে পাসপোর্ট দ্রুত পেতে যথাযথ কর্তৃপক্ষের স্বরণাপন্ন হলে দুই/তিন কর্মদিবসের মধ্যে পুলিশ প্রতিবেদন প্রয়োজন হলে/কিংবা প্রাপ্তি সাপেক্ষে আপনার পাসপোর্ট প্রদান নিশ্চিত করা হবে। এজন্য আপনাকে কোন বাড়তি অর্থ প্রদান করতে হবে না।<br />৪। পাসপোর্ট ডেলিভারীর জন্য প্রস্তুত হলে এস.এম.এস এর মাধ্যমে আপনার মোবাইল নম্বরে মেসেজ প্রদান করা হবে এবং আবেদনকারীকে স্বশরীরে অফিসে এসে ডেলিভারি কাউন্টার থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।<br />৫। পাসপোর্ট সম্পর্কে যে কোন তথ্য জানতে যে কোন মোবাইল থেকে ৬৯৬৯ নম্বরে এস.এম.এস করুন। (পদ্ধতি- মোবাইলের মেসেজ অপশনে এম আর পি লিখে স্পেস দিন তারপর বারকোডের নিচের আইডি নম্বর লিখে ৬৯৬৯ নম্নরে পাঠিয়ে দিন কিংবা ৮১২৩১৯৩ নম্বরে ফোন করুন।<br />৬। কোন ব্যক্তি বা দালাল আপনার পাসপোর্ট দ্রুত করে দেয়ার নাম করে অতিরিক্ত অর্থদাবী করলে সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য (যেমন-নাম বা ফোন নম্বর ইত্যাদি) ০১১৯১০০১৩৫২ এবং ০১১৯১০০১৬৪১ নম্বরে অবহিত করুন।<br /><br />How to Bangladeshi citizen can Submit Online Application for a new passport. With this video you can know how to fill-up MRP passport online application form in details.<br />১. পাসপোর্ট কিভাবে করবেন ?<br />২. অনলাইনে পাসপোর্টের আবেদন করবেন কিভাবে ?<br />Online Application for Bangladesh Machine Readable passport link: http://www.passport.gov.bd/<br /><br />Online Application status for Bangladesh Machine Readable passport link: http://www.passport.gov.bd/OnlineStat...<br /><br />পাসপোর্টের টাকা এখন থেকে সোনালী ব্যাংক ছাড়াও আরও পাঁচটি ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার ব্যাপারে অন্য পাঁচটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর। এ পাঁচটি ব্যাংক হলো ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। এসব ব্যাংকের যেকোনো শাখায় অর্থ জমা দেওয়া যাবে। অনলাইনে ক্রেডিট কার্ড ও মোবাইলের মাধ্যমে পাসপোর্টের ফি এসব ব্যাংকে পরিশোধ করা যাবে।<br /><br />FREE Creative Commons License<br />You can use this music for free in your multimedia project (online videos (Youtube, Facebook,...), websites, animations, etc.) as long as you credit Bensound.com (in the description for a video). <br />For example: Music: https://www.bensound.com<br /><br />#Passport_form #Online_passport_application #পাসপোর্ট #MRP_Passport

Buy Now on CodeCanyon